ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-বেইজিং ফ্লাইট চালু হচ্ছে ১৫ জুলাই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
ঢাকা-বেইজিং ফ্লাইট চালু হচ্ছে ১৫ জুলাই

ঢাকা: আগামী ১৫ জুলাই ঢাকা ও বেইজিংয়ের মধ্যে সরাসরি চালু হচ্ছে ফ্লাইট। মঙ্গলবার (১৯ জুলাই) বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বেইজিংয়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়৷  সম্মেলনের ফাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মাদ ফারুক খান ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে বেইজিং সরাসরি ফ্লাইট চলাচলের ঘোষণা দেন।

তারা জানান, আগামী ১৫ জুলাই থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট সরাসরি ঢাকা-বেইজিং রুটে চলাচল শুরু করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুব আলম, বারবিডার প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডনসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৪
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।