ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

কুয়াশার কারণে সৈয়দপুরে নামতে পারেনি দুই ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
কুয়াশার কারণে সৈয়দপুরে নামতে পারেনি দুই ফ্লাইট

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের আকাশ রোববার সকালে (১৩ অক্টোবর) কুয়াশায় ঢেকে যাওয়ায় দুটি ফ্লাইট নামতে পারেনি। সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি।

 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে কুয়াশা দেখা যায়। ফলে ভেজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে যায়। এর ফলে বাংলাদেশ বিমানের নির্ধারিত একটি ফ্লাইট ও বেসরকারি বিমান সংস্থার এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট নামতে পারেনি। বর্তমানে আকাশ পরিষ্কার হয়েছে। এ দুটি ফ্লাইট বেলা ১১টার পরে অবতরণ করবে বলে জানান তিনি।  

এদিকে সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এ জনপদে তাপমাত্রা কমে সকাল ও রাতে শীত অনুভূত হচ্ছে। সকালে হঠাৎ আকাশ কুয়াশায় ছেয়ে যায়।   

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।