ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

এভিয়াট্যুর

পাইলটস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাব, সম্পাদক জামিল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
পাইলটস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাব, সম্পাদক জামিল

ঢাকা: বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি পদে ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন সাদাত জামিল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ২০২৫-২০২৬ সালের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে।

নির্বাচনে মোট ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক-জনসংযোগ বেশরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন–সহ-সভাপতি ক্যাপ্টেন মো. মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মুন্তাসির মাহবুব, যুগ্ম-সচিব (প্রশাসন) ক্যাপ্টেন মানব দিপ্ত, যুগ্ম-সচিব (অপারেশনস) ফার্স্ট অফিসার ইশতিয়াক আহমেদ, যুগ্ম-সচিব (সাম্প্রতিক বিষয়াবলি) ক্যাপ্টেন আতিয়াব জুবায়ের জাফর।

নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. সোলাইমান, ফার্স্ট অফিসার মহসিন কামাল, ফার্স্ট অফিসার শামির উদ্দিন আহমেদ, ফার্স্ট অফিসার আবু জাফর মাহমুদ রাফসান, ফার্স্ট অফিসার মো. রুবাব ইসলাম খান ও ফার্স্ট অফিসার আবদুল্লাহ আল নোমান।

বাপা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিস্টারড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস’ অ্যাসোসিয়েশন (ইফালপা) এর একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।