ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

অস্ট্রেলিয়ায় স্মার্টফোন চালু থাকবে উড়ন্ত প্লেনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
অস্ট্রেলিয়ায় স্মার্টফোন চালু থাকবে উড়ন্ত প্লেনে ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রাহকদের ব্যাপক চাহিদার মুখে শেষ পর্যন্ত উড়ন্ত প্লেনে স্মার্টফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস চালু রাখার সুবিধা দিলো অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ ও ভার্জিন ‍অস্ট্রেলিয়া।

অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনকারী এয়ারলাইন্স দু’টির যাত্রীরা মঙ্গলবার থেকে এ সুবিধা ভোগ করতে পারবেন।



এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, অস্ট্রেলিয়ার সিভিল এভিয়েশন সেফটি অথরিটি অনুমতি দেওয়ায় মঙ্গলবার থেকে যাত্রীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে কান্তাস এয়ারওয়েজের অভ্যন্তরীণ বিষয়ক চিফ এক্সিকিউটিভ লায়েল স্ট্রামবি বলেন, যাত্রীদের এ ধরনের সুবিধা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

ভার্জিন অস্ট্রেলিয়ার প্রধান কাস্টমার অফিসার মার্ক হ্যাসেল বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ভ্রমণের ফলে বিষয়টি জরুরি হয়ে পড়েছিল।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।