ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

এমিরেটস ও জেটস্টারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
এমিরেটস ও জেটস্টারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ঘোষণা

ঢাকা:  এমিরেটস এয়ারলাইন্স ও জেটস্টার তাদের মধ্যকার কোড শেয়ার ও ফ্রিকোয়েন্ট ফ্লায়ার চুক্তি আরো বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। এর ফলে আগামী ২৬ অক্টোবর থেকে এ চুক্তি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জেটস্টারের মোট ৩০টি রুটে কার্যকর হবে।



২৬ অক্টোবর জেটস্টারের যে নতুন পাঁচটি রুট কোড শেয়ার চুক্তির আওতায় আসছে সেগুলো হলো সিঙ্গাপুর থেকে পেনাং, ইয়াংগুন ও ইন্দোনেশিয়ার মেদান, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্ট থেকে ওয়েলিংটন এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আয়ার্স রক (উলুরু)।

এমিরেটসের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম-স্কাইওয়ার্ডস সদস্যরা জেটস্টার এয়াওয়েজ, জেটস্টার এশিয়া, জেটস্টার জাপান ও ভ্যালুএয়ার এর আন্তর্জাতিক রুটে ভ্রমন করলে এবং আন্তর্জাতিক ফ্লাইটে সংযোগকারী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অভ্যন্তরীন রুটে ভ্রমণ করলে মাইলেজ সুবিধা পাবেন। জেটস্টার ভ্রমণকালে এমিরেটস যাত্রীরা এমিরেটসের মতই লাগেজ এলাউন্সসহ অন্যান্য সুবিধা লাভ করবেন।

প্রথম আন্তর্জাতিক ফ্লাইটে চেকইন কালীন এমিরেটস্ যাত্রীদের পরবর্তী সংযোগকারী ফ্লাইটের জন্যও বোর্ডিং পাস দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘন্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।