ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

সৈয়দপুর-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
সৈয়দপুর-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট

নীলফামারী: সৈয়দপুর-ঢাকা রুটে অভ্যন্তরীণ বিমান বহরে নতুন ফ্লাইট সংযোজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২ অক্টোবর থেকে সপ্তাহে চারদিন এই রুটে চলাচল করবে বিমানটি।



বিমানবন্দর সূত্র জানায়, সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ও বেলা ১১টা ১৫ মিনিটে সৈয়দপুর থেকে ছেড়ে যাবে বিমানটি। সৈয়দপুর-ঢাকা রুটের বিমানটিতে রয়েছে ৭৬টি আসন।
 
এছাড়া বিমান থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য রয়েছে ইউএস বাংলার নিজস্ব পরিবহন।

সৈয়দপুরে ইউএস-বাংলা বিমানের টিকেট বিক্রির একমাত্র প্রতিষ্ঠান ইকু ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী তারিকুল ইসলাম তারিক বাংলানিউজকে জানান, ইউএস-বাংলা বিমানের টিকেট সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হচ্ছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর থেকে বিমানের যাত্রী নিয়ে আসা ও পৌঁছে দেওয়ার জন্য এয়ারলাইন্সের দু’টি পরিবহন থাকছে।
 
প্রসঙ্গত, সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা-সৈয়দপুর-রাজশাহী রুটে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান সপ্তাহে চারদিন নিয়মিত চলাচল করলেও বুধবার থেকে সেটি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।