ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

তেহরানে এমিরেটসের চতুর্থ দৈনিক ফ্লাইট চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৪
তেহরানে এমিরেটসের চতুর্থ দৈনিক ফ্লাইট চালু

ঢাকা: এমিরেটস্ এয়ারলাইন ইরানের রাজধানী তেহরানে ১ অক্টোবর থেকে তাদের চতুর্থ দৈনিক ফ্লাইট চালু করেছে। যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।



নতুন ফ্লাইট চালু উপলক্ষে এমিরটেস্রে ফ্লাগশিপ ক্যারিয়ার এমিরেটস্ এ৩৮০ বহরের একটি উড়োজাহাজ দুবাই থেকে ভিআইপি প্রতিনিধিদল নিয়ে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তেহরান বিমানবন্দরে এবারই প্রথম এমিরেটস্রে কোন এ৩৮০ উড়োজাহাজ অবতরণ করলো।

এমিরেটস্ ১৯৯০ সালে প্রথম তেহরানে তাদের ফ্লাইট শুরু করে। বিগত বছরগুলোতে দুবাই-তেহরান-দুবাই রুটে ৬৬ লাখের অধিক যাত্রী ভ্রমণ করেছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।