ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

দ্বিতীয় দফা দুর্ঘটনায়ও বেঁচে গেলেন পাইলট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
দ্বিতীয় দফা দুর্ঘটনায়ও বেঁচে গেলেন পাইলট

ঢাকা: ছয় বছর আগে ২০০৮ সালে একবার প্লেন দুর্ঘটনায় রক্ষা পান। ওই সময় প্লেনের ইঞ্জিন বিকল হলে জরুরি অবতরণ করেন পানিতে।

এবার পানিতে নয়, জরুরি অবতরণ করেছেন রাস্তায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

৪৮ বছর বয়সী ‘ভাগ্যবান’ ওই পাইলটের নাম ড্যানি হল।   

রবার্টসন ফিল্ড থেকে হার্টফোর্ড-ব্রেইনার্ড বিমানবন্দরে যাওয়ার পথে এক ইঞ্জিনের প্লেনটির হঠাৎ ইঞ্জিনে সমস্যা হয়। বিষয়টি তিনি দ্রুত স্থানীয় এয়ার কন্ট্রোলারকে জানান।

কন্ট্রোলারকে তিনি বলেন, যদি আমি নিরাপদে অবতরণে ব্যর্থ হই, আমার সন্তানদের বলবেন আমি তাদের ভালোবাসি। ‘ওকে গুডলাক’ বলে রেখে দেন তিনি।

এরপর একটি সড়ক টার্গেট করে অবতরণ করেন ড্যানি। এ সময় সড়কে যান কম দেখে তিনি ধারণা করেন সড়কটি নির্মাণাধীন।

তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান অনেকে। অবশ্য এ জন্য অবতরণের পর ‘শুকরিয়া’ আদায় করেন ড্যানি।

এদিকে, প্লেনটির ইঞ্জিন কেনো বিকল হলো ঘটনাটি তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।