ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

হজ ক্যাম্পে বিমানের স্থায়ী সেলস সেন্টার চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
হজ ক্যাম্পে বিমানের স্থায়ী সেলস সেন্টার চালু

ঢাকা: হজযাত্রীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে স্থায়ী সেলস সেন্টার চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ এ সেন্টারের উদ্বোধন করেন।



এ নিয়ে রাজধানীতে বিমানের সেলস সেন্টারের সংখ্যা দাঁড়াল ৪টিতে। এছাড়া ঢাকার মতিঝিল, বনানী ও হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি করে সেলস সেন্টার রয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বিমান জানায়, প্রতিবছর হজ মৌসুমে হজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা  করতে ওই ক্যাম্পে অস্থায়ী ভিত্তিতে সেলস সেন্টার চালু করতো বিমান।

এবার হজ ক্যাম্পে স্থায়ীভাবে সেলস সেন্টার খোলা হল, যা হজ মৌসুমের পরও সারাবছর চালু থাকবে। এতে আশ-পাশের সাধারণ যাত্রীরা এখান থেকে টিকিট কিনতে পারবেন।

এদিকে সংরক্ষিত এলাকায় অবস্থিত হওয়ার কারণে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে বিমান সেলস কাউন্টারে মানুষ চলাচল করতে পারেন না।

এখন থেকে ওই সেলস সেন্টারটিও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

হজ ক্যাম্প সেলস সেন্টারে ০২ ৭৯১ ৩ ৭১৫ এবং ০২ ৭৯১ ৩ ৭২৫ নম্বরে যোগাযোগ করা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।