ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ইউনাইটেডে কম খরচে ঢাকা-সৈয়দপুর অতিরিক্ত ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ইউনাইটেডে কম খরচে ঢাকা-সৈয়দপুর অতিরিক্ত ফ্লাইট

ঢাকা: কম খরচে ভ্রমণের সুযোগের পাশাপাশি ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড এয়ারওয়েজ।

অতিরিক্ত তিনটি ফ্লাইট মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে বিকেল ৪টায় সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নিয়মিত।



এছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল ৭টা ১৫মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর ও সকাল ৮টা ৩৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড এয়ারওয়েজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইউনাইটেটেড এয়ারওয়েজের (বিডি) উপ-মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বাংলানউজকে এ তথ্য জানান।

ঢাকা থেকে ৬৪ আসনের এটিআর-৭২ এয়ার ফ্লাইট দিয়ে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ট্যাক্স ও সারচার্জসহ ঢাকা-সৈয়দপুর রুটে ওয়ানওয়ের জন্য নূন্যতম ভাড়া ৩ হাজার ২শ টাকা এবং রিটার্ন ভাড়া ৬ হাজার ৪শ টাকা নির্ধারণ করেছে ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।