ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারের সৈয়দপুর ফ্লাইট চালু নিয়ে অনিশ্চয়তা

সিনিয়র বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
নভোএয়ারের সৈয়দপুর ফ্লাইট চালু নিয়ে অনিশ্চয়তা

ঢাকা: নভোএয়ারের সৈয়দপুরে ফ্লাইট চালু করা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ঘটা করে ১৪ ফেব্রুয়ারি চালু করার ঘোষণা দিয়ে টিকিট বিক্রি শুরু করে নভোএয়ার।

এজন্য আনা এটিআর এয়ারক্র্যাফটি বিকল হয়ে যায়। ফলে যাত্রীদের ‍অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে গন্তব্যে পাঠানো হয়।

নভোএয়ার বলেছে, যান্ত্রিক ক্রুটির জন্য এয়ারক্র্যাফটি ব্যবহার করা সম্ভব নয়। কয়েকদিনের মধ্যে ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি চালু হবে।

এভিয়েশন সূত্রগুলো বলছেন, মার্চ মাসেও এই ফ্লাইটটি চালু করা সম্ভব হবে না।

ঢাকা-সৈয়দপুর-ঢাকা এখন দৈনিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এছাড়া রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।