ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিটিবি অফিস এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
বিটিবি অফিস এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে

ঢাকা: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) অফিস রাজধানীর শাহবাগের  হোটেল ইন্টারকন্টিনেন্টালের (পূর্বের ঢাকা শেরাটন ও রূপসী বাংলা) এনেক্স ভবনে স্থানান্তরিত হয়েছে।
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এ বোর্ডের অফিসটি এতোদিন পুরানা পল্টনের বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ছিল।


 
মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।
 
বিটিবি’র সিইও আখতারউজ্জামান খান কবিরের বরাতে প্রয়োজনে সবাইকে অফিসের নতুন ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তুহিন।
 
২০১৬ পর্যটন বর্ষ বলে সুন্দর ও রুচিসম্মত অফিসে স্বাচ্ছন্দ্যে কাজ করতে এ উদ্যোগ বলে জানিয়েছেন কবির। বর্তমান অফিস সে চাহিদা পূরণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।