ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কতো ঘণ্টায় ১০ মিনিট!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কতো ঘণ্টায় ১০ মিনিট! ছবি: সংগৃহীত

ঢাকা: নির্ধারিত সময়ে ছাড়লে এয়ার ইন্ডিয়ার শিকাগোগামী ফ্লাইটটি এতোক্ষণে অর্ধেক পথ ‍অতিক্রম করার কথা। কিন্তু, বিধি বাম! বোয়িং৭৭৭ উড়োজাহাজটি এখনও রানওয়েতে।



ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার (০২ মার্চ) দিনগত রাত ২টায় শিকাগোর শিডিউল ছিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের। সে অনুযায়ী নির্ধারিত সময়ে চারশ’ যাত্রীর সবাই ফ্লাইটেও চড়েন। হঠাৎ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কথা বলে যাত্রীদের কাছ থেকে ১০ মিনিট সময় চেয়ে নেয়।

এরপর বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ১০টা পেরিয়ে গেলেও ফ্লাইট ছেড়ে যাওয়ার বিষয়ে কোনো আশার বাণী শুনতে পারেননি যাত্রীরা। এখন তাদের প্রশ্ন- ‘এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ১০ মিনিট কতো ঘণ্টায়?’

এদিকে ‘বিকল’ হওয়া ওই উড়োজাহাজসহ যাত্রীদের বিড়ম্বনার ছবি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। এতে অনেক যাত্রীকে বিরক্ত হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। অনেকে দাঁড়িয়ে আছেন কর্তৃপক্ষের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্যের আশায়।

তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজ পরিবর্তন করে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এখন শুধু মালামাল পরিবর্তনের অপেক্ষা।

সম্প্রতি বিভিন্ন ঘটনায় ইমেজ সংকটে পড়ছে ভারতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।