ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

শাহজালালের নিরাপত্তা পরিদর্শনে ঢাকায় আসছে আমেরিকান প্রতিনিধি দল

সিনিয়র করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
শাহজালালের নিরাপত্তা পরিদর্শনে ঢাকায় আসছে আমেরিকান প্রতিনিধি দল ফাইল ফটো

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে ঢাকায় আসছে তিন সদস্যের আমেরিকান প্রতিনিধি দল।

শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান।



তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে তিন সদস্যের একটি আমেরিকান প্রতিনিধি দল বাংলাদেশ আসছে। সবার উপর নিরাপত্তা। সে নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীদের সাময়িক দুর্ভোগ হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত।

আগামী ১ জুলাই ই-গর্ভরমেন্ট প্রকিউরম্যান-এর আওতায় সব ধরনের সিভিলাইজেশন টেন্ডার জমা দিতে হবে।

এ প্রকল্পের জন্য সরকার ১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
ইউএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।