ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন

ঢাকা: সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসআইএ) একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে গেছেন এর ২৪১ আরোহী।

এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন থেকে তেল সংক্রান্ত সর্তক বার্তা পাওয়ার পর ইতালির মিলান অভিমুখী এয়ারলাইন্সটির বোয়িং ৭৭৭-৩০০এআর নিয়ে ফিরতি পথ ধরেন এর পাইলট। কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর এর ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়।

তবে কোনো ধরনের সমস্যা ছাড়াই ফ্লাইটের ২২২ যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এরপর অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।