ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

আকাশ পথে ‘নিরাপদ’ বছর ২০১৬

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
আকাশ পথে ‘নিরাপদ’ বছর ২০১৬

ঢাকা: ২০১৬ সালকে এভিয়েশন ইতিহাসে ‘নিরাপদ’ বছর হিসেবে উল্লেখ করেছে আকাশ পথের সব ধরনের ঘটনার তথ্য সংগ্রহকারী এভিয়েশন সেফটি নেটওয়ার্ক (এএসএন)। 

তাদের সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে জানা গেছে, বিদায়ী বছরে বিশ্বব্যাপী ১৯টি প্লেন দুর্ঘটনায় ৩২৫ জনের প্রাণহানি হয়েছে। যা ২০১৬ সালকে আকাশ পথে দ্বিতীয় নিরাপদ বছরের তালিকায় স্থান করে দিয়েছে।

 

১৬টি প্লেন দুর্ঘটনায় এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ২০১৩ সাল, ওই বছর ২৬৫ জনের প্রাণহানি হয়।  

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬ সালে বিশ্বব্যাপী সাড়ে ৩ কোটি ফ্লাইট পরিচালনা হয়েছে। যার মধ্যে ১৯টি ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়েছে। যেখানে দুর্ঘটনার হার প্রতি ৩ লাখ বিশ হাজারে ১টি।  দুর্ঘটনা কবলিত ফ্লাইটগুলোর মধ্যে ১১টি বাণিজ্যিক।

আকাশ পথে প্লেন দুর্ঘটনার কমে যাওয়ার হার ‘বিস্মিত’ হওয়ার কিছু নয় উল্লেখ করে এএসএন’র প্রেসিডেন্ট হারো রানতার বলেন, ১৯৯৭ সাল থেকেই এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এজন্য আন্তর্জাতিক এভিয়েশন অর্গানাইজেশন আইসিএও, আইএটিএ, ফ্লাইট সেফটি ফাউন্ডেশন এবং এভিয়েশন ইন্ডাস্ট্রির কার্যকরী পদক্ষেপের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

গত বছর ভয়াবহ প্লেন দুর্ঘটনাটি ছিল ২৮ নভেম্বর, বলিভিয়ায়। ব্রাজিলের একটি ফুটবল দলের খেলোয়াড়সহ ওই দুর্ঘটনায় ৭১ জনের প্রাণহানি হয়। ছিলেন কয়েকজন সাংবাদিকও।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।