ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

নেপালে দূতাবাসে সকাল ৮টায় জানাজা

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
নেপালে দূতাবাসে সকাল ৮টায় জানাজা সংবাদ সম্মেলনে কথা বলছেন রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস/ছবি- জি এম মুজিবুর

নেপাল থেকে: নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে প্লেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে শনাক্তদের জানাজা সোমবার (১৯ মার্চ) সকাল ৮টায় নেপালে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হবে। এরপরই মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর জন্য বিমানবন্দরে নেওয়া হবে।

রোববার (১৮ মার্চ) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, সকাল ৮টায় দূতাবাসে জানাজা হবে।

জানাজার পরপরই মরদেহগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। সর্বশেষ তথ্যানুযায়ী তালিকায় শনাক্ত হওয়া মরদেহগুলোই সোমবার বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে প্লেন দুর্ঘটনায় সবশেষ ২৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। নতুন করে শনাক্তরা হলেন- উম্মে সালমা, আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন ও এফ এইচ প্রিয়ক।

এর আগে শনাক্ত হয়েছিলেন- বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

এই মোট ২৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে, যাদের জানাজা শেষে সোমবারই দেশে পাঠানো হচ্ছে।

অবশিষ্ট যে তিন বাংলাদেশির ডিএনএ পরীক্ষা করতে হবে তারা হলেন- নজরুল ইসলাম, পিয়াস রয় ও আলিফুজ্জামান

নেপালে অবস্থানরত বাংলাদেশ মেডিকেল টিমের প্রতিনিধি দলের সদস্য ডা. সোহেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারি নামে একজনকে রোববার বিকেলে ইউএস-বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে আনা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে প্লেন দুর্ঘটনায় আহত হয়ে ৬ বাংলাদেশি দেশে ফিরলেন।

আরো ৪ বাংলাদেশির মরদেহ শনাক্ত
ফ্লাইট বিএস২১১: সোমবার ফিরছে ১৭ বাংলাদেশির মরদেহ
ফ্লাইট বিএস২১১: সোমবার ফিরছে ১৭ বাংলাদেশির মরদেহ
প্লেন দুর্ঘটনায় আরও ৬ জনের মরদেহ শনাক্ত
প্লেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।