ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

১ এপ্রিল থেকে রাজশাহী রুটে উড়বে নভোএয়ার, বাড়ছে ফ্লাইট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
১ এপ্রিল থেকে রাজশাহী রুটে উড়বে নভোএয়ার, বাড়ছে ফ্লাইট নভোয়ারের একটি এয়ারক্রাফট/ছবি: বাংলানিউজ

ঢাকা: আকাশপথে যাতায়াতকারীদের সুবিধার কথা বিবেচনা করে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার।

গ্রীষ্মকালীন শিডিউলে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইট যুক্ত হচ্ছে।

এছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে নতুন করে প্রতিদিন যাত্রী পরিবহন করবে প্রতিষ্ঠানটি।

যাত্রী চাহিদার কারণে নভোএয়ার গ্রীষ্মকালীন শিডিউলে ১ এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, কক্সবাজার রুটে ৪টি ও সৈয়দপুর রুটে ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে।

এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে যশোরে ৩টি, সিলেট রুটে ১টি এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা এবং কলকাতায় (দ্বিমুখী) ৯৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে। এছাড়া রাজশাহী রুটে সর্বনিম্ন একমুখী ভাড়া ২৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে এয়ারলাইন্সটি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।