ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

সিটি এমেক্স কার্ডে নভোএয়ারের টিকিটে ১০ শতাংশ ছাড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
সিটি এমেক্স কার্ডে নভোএয়ারের টিকিটে ১০ শতাংশ ছাড় সিটি ব্যাংক ও নভোএয়ারের চুক্তি সই অনুষ্ঠান (ছবি: সংগৃহীত)

ঢাকা: বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ওয়েবসাইটের (www.flynovoair.com) মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাবেন সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা। 

রোববার (০১ এপ্রিল) নভোএয়ারের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সম্প্রতি সিটি ব্যাংক ও নভোএয়ারের মধ্যে এ সংক্রান্ত  একটি চুক্তি সই হয়েছে।

এ চুক্তির আওতায় আমেরিকান এক্সপ্রেস ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। এ জন্য টিকিট কেনার সময় কার্ড ব্যবহারকারীদের একটি বিশেষ প্রোমো কোড ব্যবহার করতে হবে। গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া এ অফার আগামী ২৬ জুন পর্যন্ত চলবে।

সিটি ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে ব্যাংকের কার্ডস ডিভিশনের প্রধান মাজহারুল ইসলাম এবং নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রধান মেজবাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।