ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারের প্লেনে বিমানের ভ্যানের ধাক্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
নভোএয়ারের প্লেনে বিমানের ভ্যানের ধাক্কা ক্ষতিগ্রস্ত প্লেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভ্যানের ধাক্কায় বেসরকারি নভোএয়ারের একটি এয়ারক্র্যাফট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে দিকে বিমানবন্দরের বে-১২ এ ঘটনা ঘটে। এতে নভোএয়ারের এটিআর ৭২-৫০০ প্লেনটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

নভোএয়ারের ম্যানেজার (বিজ্ঞাপন ও বিপণন) এ কে এম মাহফুজ আলম বাংলানিউজকে জানান, বিমানবন্দরের বে-১২ এ প্লেনটি রাখা ছিলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি টোয়িং ট্র্যাক্টর বে এরিয়া দিয়ে যাওয়ার সময় নভোএয়ারের প্লেনকে ধাক্কা দেয়। এতে প্লেনটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়।

তিনি জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তখনই বের হয়ে আসবে এর পেছনে অন্যকিছু জড়িত রয়েছে কি-না।  

এদিকে প্লেনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ফ্লাইটের যাত্রীদের অন্য প্লেনে করে পরিবহন করা হবে বলে জানিয়েছেন মাহফুজ।  

তিনি বলেন, যাত্রীদের অন্য প্লেনে করে ফ্লাইট চালানো হচ্ছে। এজন্য একটু সমস্যায় পড়তে হচ্ছে তাদের।  
  
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।