ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইউএস-বাংলা এয়ারলাইন্স গোল্ড অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার-পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম।

ঢাকা: সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার জন্য গোল্ড অ্যাওয়ার্ড ইন দ্য বেস্ট অন-টাইম পারফরমেন্স-২০১৯ পেলো দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওই সংস্থাকে এ পদক দেওয়া হয়।

একই অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে সিলভার ক্যাটাগরিতে বেস্ট অনবোর্ড সার্ভিস, বেস্ট কাস্টমার ফ্রেন্ডলি, বেস্ট ডমেস্টিক এয়ারলাইন কাটাগরিতে এবং ব্রোঞ্জ ক্যাটাগরিতে বেস্ট ইমপ্রুভড সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, দেশীয় এয়ারলাইন্সের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ সংখ্যক অ্যাওয়ার্ড জেতার রেকর্ড গড়েছেন। অ্যাওয়ার্ড দিয়েছে দি বাংলাদেশ মনিটর।
 
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার-পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম এয়ারলাইন্সের পক্ষ থেকে এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৯ অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দিহাইমির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জৈষ্ঠ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবায়েতুল ইসলাম ও শেয়ারট্রিপের সিইও কাশেফ রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।