ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

কুয়ালালামপুরে বিমানের বিশেষ ফ্লাইট ২২ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
কুয়ালালামপুরে বিমানের বিশেষ ফ্লাইট ২২ জুলাই ...

ঢাকা: আগামী ২২ জুলাই ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুরে যেতে পারবেন মালয়েশীয় নাগরিক, মালয়েশিয়ায় সেকেন্ড হোম ও মালয়েশীয় নাগরিককে বিয়ে করেছেন এমন ব্যক্তিরা।

আবার মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ফিরতে পারবেন যে কেউ।

তবে ভ্রমণের জন্য অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। যাদের কোভিড-১৯ নেগেটিভ আসবে কেবল তারাই ভ্রমণ করতে পারবেন।

বিমান জানিয়েছে, বাংলাদেশ ও মালয়েশিয়ার নাগরিকদের আগ্রহে ২২ জুলাই ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বিজি ৪১৮২ ফ্লাইট পরিচালনা করা হবে। ইকোনমি ক্লাসে ভাড়া ২৮ হাজার ৫৭ টাকা এবং বিজনেস ক্লাসে ৪৫ হাজার ৬৭ টাকা। টিকিট কেনা যাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিমানের সেলস অফিস থেকে।

টিকিট ও ভ্রমণের বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।

কোভিড-১৯ এর কারণে গত ২৪ মার্চ থেকে মালয়েশিয়ার সঙ্গে প্লেন চলাচল বন্ধ রয়েছে। ফলে নাগরিকদের ফেরাতে উভয় দেশই মাঝে মধ্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।