ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

মালদ্বীপ-দুবাইসহ ৪ গন্তব্যে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
মালদ্বীপ-দুবাইসহ ৪ গন্তব্যে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা 

ঢাকা: নতুন বছরের শুরুতে তিন দেশের চারটি নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০২১ সালের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা।

এছাড়াও শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট চালু করা হবে।  

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কক্সবাজারের একটি হোটেলে মিট দ্যা প্রেসে এ কথা বলেন তিনি।  

শিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন দু’টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ বহরে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও দু’টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ বহরে আনা হবে। মোট নতুন চারটি প্লেন বহরে যোগ হবে।

‘বাংলাদেশ অ্যাভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখা ও বিকাশের লক্ষ্যে অ্যারোনটিক্যাল চার্জ, ফুয়েলের দাম কমানো প্রয়োজন। সরকার যদি আন্তরিকভাবে এগিয়ে আসে তাহলে এ শিল্পের বিকাশ হবে। ’ 

ইউএস-বাংলার সিইও বলেন, করোনা মহামারিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স যে ক্ষতির মুখে পড়েছে, তা কাটিয়ে উঠতে দুই বছর লাগবে।  

এক প্রশ্নের জবাবে শিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সব স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে। জুনে ফ্লাইট শুরুর পর অভ্যন্তরীণ রুটে যাত্রী বেড়েছে। পর্যটকরা দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে বেড়াতে যাচ্ছেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিরেক্টর ক্যাপ্টেন মাসুদ, ডিরেক্টর (অপারেশন) ড. মোহাম্মদ মাসুদ ও মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।