ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

এভিয়াট্যুর

মাস্কাটে বিমানের সব ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
মাস্কাটে বিমানের সব ফ্লাইট বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে ওমানের মাস্কাটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে এক সপ্তাহের জন্য সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (২১ ডিসেম্বর) বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ওমান সরকার আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় আগামী মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।