ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

৬ জানুয়ারি থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট বিমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
৬ জানুয়ারি থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট বিমানের

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির দ্বিতীয় দফায় দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ জানুয়ারি (বুধবার) থেকে ফের সৌদি আরবে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

রোববার (৩ জানুয়ারি) বিমান থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, নিষেধাজ্ঞা ওঠার পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারি থেকে সৌদিআরবগামী ফ্লাইটসমুহ আবার নিয়মিতভাবে চলাচল করবে। বাতিল করা ফ্লাইটসমূহের যাত্রীদেরকে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এর দেওয়া শিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকারভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।