ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

এভিয়াট্যুর

বিমানের কল সেন্টারের নম্বর পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, ফেব্রুয়ারি ১২, ২০২১
বিমানের কল সেন্টারের নম্বর পরিবর্তন

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারের নম্বর পরিবর্তন করা হয়েছে। আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে নতুন নম্বরে কল করে সেবা নেওয়া যাবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, আগামী রোববার থেকে কল সেন্টারের এ ০১৭৭৭১৫৬১৩-১৬ নম্বর পরিবর্তন করা হবে। যাত্রীরা এ নম্বরে ০১৯৯০৯৯৭৯৯৭ কল করে সেবা নিতে পারবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করা যাবে। যাত্রীদের যেকোনো তথ্য নিতে নতুন নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।