ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ভারতের সঙ্গে ফ্লাইট চালু ৩ সেপ্টেম্বর থেকে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
ভারতের সঙ্গে ফ্লাইট চালু ৩ সেপ্টেম্বর থেকে

ঢাকা: এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে।

শনিবার (২৮ আগস্ট) এ তথ্য জানায় ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়।

সপ্তাহে ৭টি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্পাইস জেট ৩টি, এয়ার ইন্ডিয়া ২টি ও ইন্ডিগোর ২টি ফ্লাইট চালুর প্রস্তাব রয়েছে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর কথা জানিয়েছিলেন।

তবে ২০ আগস্ট থেকে ফ্লাইট চালু না হলে ২২ আগস্ট থেকে ফ্লাইট চালুর বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছিল। তবে শেষ পর্যন্ত আর ফ্লাইট চালু হয়নি।

ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চালু রয়েছে। করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।