ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচলের আশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচলের আশা

ঢাকা: আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আশা করছি, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হবে। দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে। ’

এর আগে এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচলের তারিখ দুই দফায় পেছানো হয়।  

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।