ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ভারত

ঢাকা: আগামী ১৫ ডিসেম্বর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ভারত। শুক্রবার (২৬ নভেম্বর) ভারতের বিমান মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

ভারত পুনরায় আন্তর্জাতিক প্লেন যোগাযোগ চালু করতে চাইলেও ১৪টি দেশের সঙ্গে এখনই সেটা শুরু হচ্ছে না। এ দেশগুলো হলো- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও সিঙ্গাপুর।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে ভারত গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক প্লেন যোগাযোগ বন্ধ করে দেয়। তবে নিয়মিত প্লেন যোগাযোগ বন্ধ থাকলেও বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের এয়ার বাবল চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।