ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

কুমিল্লায় আ.লীগ বিদ্রোহীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
কুমিল্লায় আ.লীগ বিদ্রোহীর ভোট বর্জন

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এ টি এম ইদ্রিস ভোট বর্জন করেছেন।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা সোয়া ১১টায় ইউনিয়নের বামিশা বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলেও জনগণের সমর্থন আমার পক্ষে থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আওয়ামী লীগের দলীয় প্রার্থীর লোকজন সকালেই ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। তারা কেন্দ্র দখল করে জাল ভো‍ট দিচ্ছে। তাই তিনি নির্বাজন বর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।