ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

বকশীগঞ্জে আ.লীগের ১১ নেতাকর্মী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
বকশীগঞ্জে আ.লীগের ১১ নেতাকর্মী বহিষ্কার

জামালপুর: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়ন  আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

বহিষ্কৃতরা হলেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবিরিয়া মুকুল, সহসভাপতি আবুল খায়ের আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওয়াহিদুর রহমান নিলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আলমগীর হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সহিদুর রহমান, সদস্য মোক্তার হোসেন, সদস্য মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সদস্য গোলাম মোস্তুফা, ৮নং ওয়ার্ডের সভাপতি মোখলেছুর রহমান সোনা, ৯নং ওয়ার্ডের সভাপতি তছর আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সালু।

আগামী ৭ মে চতুর্থ ধাপে বকশীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।