ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বান্দরবানে অপহৃত আ.লীগ নেতাকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বান্দরবানে অপহৃত আ.লীগ নেতাকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা মংপু মারমাকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা না হলে জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধের হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে শহরের মুক্তমঞ্চে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন আওয়ামী লীগের নেতারা।

এর আগে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস প্রমুখ।  

সোমবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা জামছড়ি মুখপাড়া থেকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মংপু মারমাকে অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধারে রাতেই সেনাবাহিনীর বেশ কয়েকটি দল অভিযানে নামে। সেইসঙ্গে পুলিশও অভিযান চালাচ্ছে।

আওয়ামী লীগ নেতাদের দাবি নির্বাচনের জের ধরে জনসংহতি সমিতির সন্ত্রাসীরা মংপু মারমাকে অপহরণ করেছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ