ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘সমৃদ্ধির জন্য যোগাযোগকে সুযোগ হিসেবে লুফে নিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
‘সমৃদ্ধির জন্য যোগাযোগকে সুযোগ হিসেবে লুফে নিন’

ঢাকা: সকল দেশ ও সম্প্রদায়ের মধ্যে সহজ যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যোগাযোগ ব্যবস্থাকে কৌশলগত সুযোগ হিসেবে লুফে নেওয়া উচিত।

শুক্রবার (১৫ জুলাই) মঙ্গোলিয়ার রাজধান উলানবাটরে ১১তম এশীয়-ইউরোপীয় সম্মেলনের (আসেম) প্লেনারি সেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ আসলে কোনো দেশ বা জাতির জন্য ‘পছন্দ’ হিসেবে বেছে নেওয়ার ব্যাপার নয়, এটা কৌশলগত সুযোগ হিসেবে লুফে নেওয়ার ব্যাপার।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার ধরন যেমনই হোক, এটার লক্ষ্য হওয়া উচিত টেকসই ও অংশগ্রহণমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়ন।

আসেম সম্মেলনে  যোগ দিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) উলানবাটরে যান প্রধানমন্ত্রী। শুক্রবার (১৫ জুলাই) সকালে উলানবাটরের সানগ্রি-লা হোটেলে আসেম সম্মেলন শুরু হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনস্থলে তাকে অভ্যর্থনা জানান মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাখিয়াগিন এলবেগদোর্জ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এমইউএম/এইচএ/

** সন্ত্রাস দমনে বাংলাদেশের সঙ্গে থাকার সংকল্প শিনজো আবে’র
** আসেম সম্মেলন যোগ দিলেন প্রধানমন্ত্রী
** মঙ্গোলিয়ায় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
** মঙ্গোলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
** ২ দিনে ৭ সরকার প্রধানের সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার
**
 বৃহস্পতিবার তিনদিনের সফরে উলানবাটর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ