ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আরও বড় হতে পারে আ’লীগের কার্যনির্বাহী সংসদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
আরও বড় হতে পারে আ’লীগের কার্যনির্বাহী সংসদ

ঢাকা: আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের (কেন্দ্রীয় কমিটি) সদস্য সংখ্যা ৭৩ থেকে বাড়িয়ে ৮১ করার প্রস্তাব উঠেছে দলের গঠন তদন্ত উপ-কমিটির সভায়।

সে অনুযায়ী, দলের সভাপতি মণ্ডলীর সদস্য সংখ্যা ১৫ জন থেকে বেড়ে হবে ১৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ থেকে বেড়ে ৪ জন, সাংগঠনিক সম্পাদক ৭ থেকে বেড়ে ৮ জন হবে।

আর কার্যনির্বাহী সদস্য আরও দু’জন বাড়ানো হচ্ছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের গঠন তদন্ত উপ-কমিটির সভায় এ প্রস্তাব করা হয়।

প্রস্তাবটি আগামী ২২ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠেয় আওয়ামী লীগের কাউন্সিলে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৩১৮ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬

এসকে/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ