ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিশ্বব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ নেতা শেখ হাসিনা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
বিশ্বব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ নেতা শেখ হাসিনা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের কংগ্রেসের প্রতিনিধি, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনের সংগ্রামে এ অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ নেতা শেখ হাসিনা।

শনিবার (২২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহাত্মা গান্ধী যেমন ভারতবাসীকে উপনিবেশবাদের বিরুদ্ধে অনুপ্রাণিত করে দেশকে স্বাধীন করেছিলেন, তেমনি বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন সব রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য; যা বাংলাদেশের স্বাধীনতায় রূপ নেয়।

গোলাম নবী আজাদ মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আরও বলেন, সেই দুর্যোগময় ক্ষণে ইন্দিরা গান্ধী এক কোটিরও বেশি মানুষকে ভারতে আশ্রয় দিয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করেছিলেন।

তিনি তার দলের এবং প্রতিনিধিদের পক্ষ থেকে অাওয়ামী লীগকে কৃতজ্ঞতা জানান। বলেন, এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। সম্মেলনের সাফল্য কামনা করছি।

এছাড়া ২০১১ সালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ঢাকা সফরের কথা স্মরণ করে আজাদ বলেন, ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের সম্পর্ক। এই সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাবে। ভারত-বাংলাদেশ নতুন নতুন কিছু চুক্তি হয়েছে। আমাদের দুই দেশের সম্পর্ককে যা আরও শক্তিশালী করে তুলবে।

‘জয় বাংলা, জয় ভারত বন্ধুত্ব, কংগ্রেস বন্ধুত্ব। খোদা হাফেজ,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ