ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জমি বিক্রির নৌকা নিয়ে সম্মেলনে একাত্তরের নুরু মিয়া

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জমি বিক্রির নৌকা নিয়ে সম্মেলনে একাত্তরের নুরু মিয়া ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গোপালগঞ্জ থেকে পাঁচদিন নৌকা দিয়ে সাজানো রিকশা চালিয়ে আওয়ামী লীগের সম্মেলনে এসেছেন সত্তর পেরিয়ে একাত্তরে পড়া নৌকা পাগল নূরু মিয়া। আর তাতে নূরু মিয়ার খরচ হয়েছে প্রায় ২৬ হাজার টাকা।

নিজের সহায় সম্বলের জায়গাটুকু বিক্রি করে এই অর্থের যোগান দিয়েছেন বলে জানান তিনি।

এভাবেই দলের টানে শত বাধা জয় করে হাজির হয়েছেন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন।

শনিবার ( ২২ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মৎস্য ভবনের সামনে দেখা মেলে বঙ্গবন্ধু পাগল এই নৌকা প্রেমিকের।

গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিস্থলের কাছে বসবাস করেন নুরু মিয়া। তার পুরো শরীরে বাংলাদেশের পতাকা। মাথায় সবুজ কাপড় জড়িয়ে তিন চাকার রিক্সা চালিয়ে আস্তে আস্তে তিনি ধাবিত হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সামনে যাকেই পাচ্ছেন তাকেই সালাম দিচ্ছেন আর বলছেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

চলতে চলতে বাংলানিউজকে তিনি বলেন, ‘আজো মনে পড়ে বঙ্গবন্ধুর সেই ভাষণ। ’ যখন তিনি বলেছেন, ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তবুও শত্রুর কাছে মাথা নত করো না। একেই তো বলে নেতা! তাইতো বঙ্গবন্ধুই আমার শ্রেষ্ঠ নেতা। আর এই নেতার পাগল হয়ে আওয়ামী লীগের সম্মেলনে আসবো না তা কি হয়?

সম্মেলনে আসতে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা তো হয়েছেই। তবু এখন শান্তি লাগছে সম্মেলনে আসতে পেরে। তবে বুকের ভেতর কোনো কষ্ট থাকবে না যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখা পাই।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এসজে/আরআই

**
‘উৎসবে’ সামিল বড়লেখার শওকত, রৌমারির মুদি দোকানি আকরামও
** নেতাকর্মীদের পদচারণা মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান
** কাউ‌ন্সি‌লের বাই‌রে দাঁড়িয়ে ক‌য়েক হাজার নেতাকর্মী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ