ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের শ্রদ্ধা নি‌বেদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের শ্রদ্ধা নি‌বেদন

ঢাকা: আওয়ামী লী‌গের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের সভাপ‌তি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে‌ছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল চারটায় এ পর্যন্ত ঘোষিত সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ক‌রেন তারা।

এ সময় দল‌টির অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের বিপুল সংখ্যক নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

গত রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলররা শেখ হাসিনাকে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে তিনি ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। মঙ্গলবার সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে আরও ২২ জনের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

** শামীম-নওফেল আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।