এ সময় পারস্পরিক সহযোগিতা-বিশ্বস্ততা-বন্ধুত্বের বহুমুখী সম্পর্ক সদ্য সমাপ্ত সফরের মাধ্যমে আরও সুসংহত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করে এবং বর্তমানে তা এক বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছে।
বাংলাদেশ সরকার বাস্তবঘনিষ্ঠ উদ্ভাবনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কর্মসংস্থান নিশ্চিত করবে। আমি নিশ্চিত একসঙ্গে কাজ করলে, এ অঞ্চলের মানুষের জীবন আমরা বদলে দিতে পারব।
সহযোগিতার দুয়ার উন্মোচিত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমইউএম/জেডএম/