ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মুজিব নগর দিবসে বগুড়ায় আ’লীগের জনসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭

বগুড়া: ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বগুড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের সাতমাথায় এ জনসভা আয়োজন করা হয়।  

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ‍হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

মমতাজ উদ্দিন বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। তবেই দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অবদান রাখবে।

ঐতিহাসিক মুজিব নগর দিবস দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।

এছাড়া জনসভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, মাশরাফী হিরো, আল রাজী জুয়েল, আবুল কাশেম ফকির, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, শেখ শামিম, ওবায়দুল হাসান ববি, মিজানুর রহমান বকুল, এডনিস বাবু তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, আলমগীর বাদশা, শুভাশিষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, উদয় কুমার বর্মন, আতাউর রহমান আতা, আব্দুর রউফ প্রমুখ।

জনসভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শাহাদত হোসেন শাহিন।

এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমবিএইচ/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ