রোববার (৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির নতুন কার্যালয়ে ‘স্যোসাল মিডিয়া ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়‘ শীর্ষক কর্মশালায় তিনি এ আহবান জানান।
জয় বলেন, শুধু মানুষের কাছে শুনেই না, আমরা জরিপ করেও যেটা দেখি, আমাদের তরুণরা কিন্তু আর খবরের কাগজ পড়েই না।
স্যোসাল মিডিয়ার গুরুত্ব বর্ণনা করে সজীব ওয়াজেদ জয় বলেন, যারা যারা জুনিয়র তারা এটাতে অভ্যস্ত, আমার চেয়েও বেশী ওস্তাদ। পলকের সাথে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী) তো পারিই না। ও দিনে যে পরিমাণ ফেসবুক পোস্ট দেয় ওর সাথে কেউ কুলিয়ে পারে না।
স্যোসাল মিডিয়ায় পোস্ট দেওয়ার জন্য পিএস নিয়োগের পরামর্শ দিয়ে সংসদ সদস্যদের তিনি বলেন, দিনে অন্তত ১টা করে পোস্ট দেবেন। পারলে দু’তিনটা দেবেন। এগুলো কিন্ত ভাইরাল হয়ে যায়। এর মাধ্যমে আমরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলা করতে আরো বেশী মানুষের কাছে, আরো বেশী তরুণদের কাছে পৌছে যেতে পারবো।
তিনি বলেন, মানুষকে জানিয়ে দিতে হবে আমরা কি করছি, আওয়ামী লীগ কি করছে?
’৭৫ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার হয়ে আসছে। আমাদের বিরুদ্ধে চালানো অপপ্রচার মোবাবিলা করতে হলে আমাদের প্রচার চালিয়ে যেতে হবে। জানিয়ে দিতে হবে, আমরা কি করছি তোমাদের জন্য, আওয়ামী লীগ কি করছে।
জয় বলেন, আমরা দেশের জন্য কাজ তো করছি। এসব যদি সোস্যাল মিডিয়াতে তুলে ধরতে পারি, তাহলে কেবল আজকের ভোটাররা না, ভবিষ্যতের ভোটাররাও আওয়ামী লীগের ভোটার হয়ে থাকবে।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সঞ্চালনা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ৭, ২০১৭
জেডএম/