নাসিম বলেন, বাংলাদেশে গত ৮ বছরের উন্নয়ন সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। জঙ্গি দমনে সাফল্য দেখিয়েছেন শেখ হাসিনা।
দেশে কৃষি ও স্বাস্থ্য খাতে অভাবনীয় উন্নতি হয়েছে জানিয়ে নাসিম বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই। ২০০৮ সালে যে অন্ধকার বাংলাদেশ ছিল, তা এখন আলোকিত।
বিভিন্ন খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে ১৪ দলীয় জোটের আহ্বায়ক নাসিম বলেন, অথচ খালেদা জিয়া সত্যকে সত্য বলতে পারছেন না। শুধু বিরোধিতার জন্যেই বিরোধিতা করছেন। যিনি স্থায়ীভাবেই অন্ধ, তাকে দেখাবো কিভাবে! গত ৮ বছরে কোনদিনও তারা সরকারের একটি কাজেরও প্রশংসা করেনি।
খালেদাকে উদ্দেশ্য করে নাসিম বলেন, চট্টগ্রামে এখন মেরিন ড্রাইভের রাস্তা দেখে তিনি বলছেন, কাজ শুরু করেছিলেন। কাজ যদি শুরুই করে থাকেন, শেষ করেননি কেন! কাজ শুরু করা বড় কথা নয়, কাজ শেষ করাই সত্যিকারের নেতৃত্ব।
তিনি বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যেভাবে ভারতে, আমেরিকায় বা ইংল্যান্ডে নির্বাচন হয়। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি রাজনৈতিক দলও নির্বাচন ছাড়া বাঁচে না। আর সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন হবে না। নির্বাচন কমিশনই নির্বাচনের আয়োজন করবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মো. নুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সংসদ সদস্য শামীম ওসমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আভা হোসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ৯, ২০১৭
এমএন/জেডএম