ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপির ‘ভিশন ২০৩০’ স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
বিএনপির ‘ভিশন ২০৩০’ স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া ভিশন ২০৩০ সাল ঘোষণা করবেন। যিনি নিজের জীবনে ব্যর্থ, নিজের দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ, সন্তানদের মানুষ করতে ব্যর্থ, তিনি বাংলাদেশকে স্বপ্ন দেখাবেন, এটি স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়।

মঙ্গলবার (০৯ মে) বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার বড় সফলতা হলো তিনি তার সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন।

 

হাছান মাহমুদ বলেন, ড. ওয়াজেদ মিয়া আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন তা হলো বিনয়ী, নম্র, ভদ্র। ক্ষমতার দম্ভ তিনি কখনো করেন নি। এটি আমাদের দলের সব নেতাকর্মীর অনুসরণ করা প্রয়োজন।

লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ০৯, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ