রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের ঢাবির শাখার সহ সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সামচিতা ব্রীজ প্রান্ত, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস।
অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, বিজয় একাত্তর হলে গত বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মৌখিকভাবে উপাচার্য এই অনুমোদন দিয়েছেন। লিখিতভাবে বহিষ্কারের কিছু প্রক্রিয় বাকি আছে।
গত বৃহস্পতিবার রাতে বিজয় একাত্তর হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফের সঙ্গে হলের ডিপার্টমেন্টাল স্টোরে নৃ-বিজ্ঞান বিভাগের ইসমাইল আহমেদ মুবিনের ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণে হল ছাত্রলীগের নেতাকর্মীরা আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে ওই শিক্ষার্থীকে তিন দফায় ব্যাপক মারধর করেন।
পরে সংকটাপন্ন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার পরের দিন হল প্রশাসন সিসি টিভির ফুটেজ দেখে মারধরকারীদের চিহ্নিত করে। তাদের সাময়িক বহিষ্কার করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসকেবি/এএটি/এমজেএফ