সোমবার (১৭ জুলাই) সিলেটের ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুর্গত এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।
এ সময় সিলেটের বিয়ানীবাজার ডিগ্রি কলেজে টিটু হত্যাকাণ্ডে বহিরাগত সন্ত্রাসীদের দায়ী করে তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সুমন, রাজিব আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, দারুস সালাম শাকিল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ঈয়াজ আল রিয়াদ, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ অমীম, উপ-গণযোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়ছল, সহ-সম্পাদক ইব্রাহিম মিয়া, সদস্য সাজেদুল ইসলাম সবুজ, আবু সাঈদ আকন্দ, মিরপুর বাংলা কলেজের সভাপতি মুজিবুর রহমান অনিক, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনইউ/জিপি