মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, ‘নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনোভাবেই আলোচনা করা হবে না।
নির্বাচন নিয়ে বিএনপির চক্রান্তের আশঙ্কা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি সব সময় চক্রান্ত করে ক্ষমতায় এসেছে। এবারও দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত শুরু করেছে। কারণ তাদের কথাবার্তায় এ আশঙ্কা প্রকাশ পাচ্ছে। তবে কোনো চক্রান্তে কাজ হবে না, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন হবে। গণতন্ত্রের শাসন অব্যাহত রাখতে সরকার বদ্ধ পরিকর। ’
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, আগামী নির্বাচনে সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। সংবিধান অনুসারে স্বাধীন ইসি সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। ইসির প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। ’
বিফ্রিংয়ে রিজিয়া নদভীর বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি সম্পর্কে জানেন না বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দলে অনুপ্রবেশকারী ও স্বাধীনতা বিরোধীদের কখনও স্থান দিবেন না। রিজিয়া নদভীর বিষয়টি আমি পরে জানাবো।
চলমান বন্যা পরিস্থিতিতে ১৪ দলের পক্ষে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের জন্য দু’টি টিম পাঠানো হবে বলেও জানান নাসিম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমসি/জিপি