ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘আমাদের ৫ ছেলেমেয়েই মানুষের মতো মানুষ হয়েছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
‘আমাদের ৫ ছেলেমেয়েই মানুষের মতো মানুষ হয়েছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়

ঢাকা: নিজের দুই সন্তান ও ছোট বোন শেখ রেহানার তিন সন্তানের সফলতার কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ৫ ছেলেমেয়েই মানুষের মত মানুষ হয়েছে।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা ও সজীব ওয়াজেদ জয়ের জন্ম একই দিন ২৭ জুলাই।



বক্তব্যে জয়ের জন্মদিনের কথা উঠে এলে শেখ হাসিনা দেশবাসীর কাছে জয়ের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আমি দেশবাসীর কাছে দোয়া চাইবো, জয়ের জন্য দোয়া করবেন। ’

ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি। এই ডিজিটাল বাংলাদেশ জয়ের কাছ থেকে শেখা। জয়ই আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছিলো। ’
 
তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ উন্নত দেশ গড়তে জয়ের কাছ থেকে সব সময় পরামর্শ নিয়ে থাকেন বলে জানান প্রধানমন্ত্রী।

১৯৭১ সালের ২৭ জুলাই মু্ক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে শেখ হাসিনা গৃহবন্দি থাকাকালে সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক বাহিনীর নাম পরিবর্তন করে স্বেচ্ছাসেবক লীগ রাখা হয়।

সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়ার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ ও তামিলনাড়ুর পালানি হিলেসর কোডাইকানাল ইন্টারন্যাশনাল স্কুলেপড়াশোনা করেন। তিনি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, পদার্থ এবং গণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জয় টেক্সাস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি অব সায়েন্স এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর শেষ করেন।
 
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন জয়। দেশে তথ্য-প্রযুক্তির বিপ্লব পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে কাজ করছেন তিনি।
 
অটিজম নিয়ে কাজ করা প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পুতুল নিজের লাভ লোকসান দেখে নি, যারা সমাজের অবহেলিত ছিলো তাদের বিষয়টা আর্ন্তজাতিকভাবে তুলে ধরে একটা দৃষ্টান্ত স্থাপণ করেছে। ’
 
অটিজম আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনি কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি পুতুল।

ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ববি সিআরআই এ পরিচালক হিসেবে কাজ করে। ইউএনডিপিতেও কাজ করে। সরকারের অনেক উদ্ভাবনী আইডিয়াতে সে কাজ করছে। সে নীরবে কাজ করে।

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’র ট্রাস্টি। সিআরআই’র হেড অব স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রাম হিসেবে কাজ করছেন যুক্তরাজ্যে পড়াশোনা করা ববি। তিনি ইউএনডিপি (জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি) তে চাকরি করেন।

শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী’র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

৩৫ বছর বয়সী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে বিপুল ভোটে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ৫টা ছেলেমেয়ে মানুষের মতো মানুষ হয়েছে। ’
 
তিনি বলেন, ‘আমি তো তিন বার প্রধানমন্ত্রী। আমাদের ছেলেমেয়েরা কোন দিন অর্থ, সম্পদ, ব্যবসা-বাণিজ্য এসব কোন কিছু নিয়ে বিরক্ত করেনি। ’
 
সবাইকে সততা ও ত্যাগের রাজনীতি করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতি একটাই, এদেশের মানুষের কল্যাণ করা। ’
 
নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘একটা আর্দশ নিয়ে রাজনীতি করতে হবে। ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে। দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম সেটা নিয়ে চিন্তা করতে হবে। ’
 
‘কি পেলাম সেটা বড় কথা না, মানুষের জন্য কি করলাম সেটাই একজন রাজনীতিকের নীতি হতে হবে। ’
 
স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
 
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমইউএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ