ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ কামালের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে মিলাদ মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
শেখ কামালের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে মিলাদ মাহফিল শেখ কামালের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে মিলাদ মাহফিল

ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে মিলাদ মাহফিল ও আলোচন‍া সভা অনুষ্ঠিত হয়েছে।   

শনিবার (০৫ আগস্ট) বিকেলে আকুয়া মোড়লপাড়াস্থ মহানগর যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর পরিবারসহ সব শহীদদের জন্য মোনাজাত করা হয়।

এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল মামুন, রাসেল আহমেদ, আজিজ বিন সোহাগ, ইফাত হাসান রিজন, শামীম আহম্মেদ, সলিমুল্লাহ রসুল, শেখ মো. আলামিন, মো. হাসিব মিয়া, মো. সুমন আহমেদ, যুবলীগ নেতা শরীফ আহমেদ, খায়রুল আলম, মাহমুদ হাসান সম্রাট ও  সাব্বির আহমেদ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং তারুণ্যের প্রতীক। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাত্রিতে ঘাতকের তপ্ত বুলেটে তাকেও বর্বরোচিত কায়দায় হত্যা করা হয়। মাত্র ২৬ বছর বয়সে তিনি অর্জন করেছিলেন মহত্ব। অর্জনে আর ত্যাগে হয়ে উঠেছিলেন অসাধারণ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ