রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রী পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তাও বলছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির অনেক নেতা প্রেসক্লাবে বসে দেশের আইন ও বিচার ব্যবস্থা নিয়ে বিভিন্ন কথা বলেন। কিন্তু তাদের আমলেই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার না করে পুরস্কৃত করা হয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্ত নিয়েও কি নাটক করেছে, আমরা দেখেছি। একমাত্র আওয়ামী লীগই সব অন্যায়কারীর বিচার করছে, সে এমপি হোক বা মন্ত্রী হোক, কাউকেই ছাড় দেওয়া হয়নি।
তিনি আরো বলেন, আমরা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে দুই জনের ফাঁসি হয়েছে। অন্যায়কারীদের আমরা কোনো রকমের ছাড়ই দিচ্ছি না।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা আগস্ট ৬, ২০১৭
এমএসি/জেডএম