বুধবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশের।
এতে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, এ ধরণের নৃশংস হামলার মাধ্যমে শিবির আবার প্রমাণ করলো তারা দেশদ্রোহী।
এ হামলার সঙ্গে যেসব শিবির ক্যাডার জড়িত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।
এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৭ আগস্ট সিলেটের জালালাবাদে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে শিবির ক্যাডাররা।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এইচএ/