বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল মিলনায়তনে আয়োজিত এক শোকসভায় তিনি এ আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে এ শোকসভার আয়োজন করে হল শাখা ছাত্রলীগ।
হল শাখা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারের সঞ্চলনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন- হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আফতাব উদ্দীন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
রফিকুল ইসলাম চৌধুরী নওফেল বলেন, ছাত্রলীগ একমাত্র বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। সংগঠন পরিচালনায় নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে বিরোধী পক্ষ এর সুযোগ নিবে। নিজেদের নিয়ে আত্মঘাতী প্রচার্ণা বন্ধ করতে হবে। খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতের এ ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
আহমদ হোসেন বলেন, সপরিবারে হত্যার ইতিহাস পৃথিবীর আর কোথায়ও নেই। পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে কোনো মানুষ অন্যায়, অপরাধ করতে পারে না। তার (বঙ্গবন্ধু) আদর্শ ধারণ করে জামায়াত-শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের রুখে দিতে হবে।
এসএম জাকির হোসাইন বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এক সঙ্গে এগিয়ে যেতে চাই। আগস্ট মাসের শোককে আমাদের শক্তিতে রুপান্তরিত করতে হবে। এবং এ শক্তিকে কাজে লাগাতে হবে। আমরা যদি আমাদের আদর্শ দিয়ে শেখ হাসিনার সঙ্গে থাকি, তবেই বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসকেবি/ওএইচ/